India Languages, asked by anikmondal1988, 4 hours ago

১ উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় ..’- উবা কী বুঝতে চায় ?​

Answers

Answered by mdas66996
2

Answer:

পৃথিবী

Explanation:

it is the right answer buddy

Answered by Anonymous
0

উবা লেখকের চোখের দৃষ্টি দেখে যা বুঝতে চায় তা হল নিম্নরূপ -

প্রশ্নের উদ্ধৃতি :

  • উক্ত প্রশ্নটি এবং উক্ত উদ্ধৃতিটি লেখক অমরেন্দ্র চক্রবর্তী রচিত আমাজনের জঙ্গলে নামক গল্প থেকে সংগ্রহ করা হয়েছে।

উত্তরের ব্যাখ্যা :

  • লেখকের সাথে আমাজনের জঙ্গলে আলাপ হয় সেখানকারই বসবাসকারী এক বালক, যার নাম কিনা উবা।
  • উবা ও লেখকের মধ্যে কথোপকথনের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল কথ্য ভাষার ভিন্নতা। তাই উবা লেখকের চোখের দৃষ্টি পড়েই যেন শব্দের ব্যবহার বিনা এক যোগাযোগ গড়ে তুলতে চেয়েছিল। সে জানতে চেয়েছিল যে লেখকের পরিচিতি, লেখক যে পৃথিবীতে থাকে তার পরিচিতি ইত্যাদি।

সুতরাং, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে উবা লেখকের চোখের দৃষ্টি দেখে কি কি বুঝতে চেয়েছিল।

Similar questions