India Languages, asked by debasishr65, 6 hours ago

"বাঁচতে হবে বাঁচার মতন, বাঁঁচতে বাঁচতে/ এই জীবনটা গোটা একটা জীবন হয়ে/ জীবন্ত হোক" এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন?​

Answers

Answered by Fatema2233
14

Answer:

কবি জীবনটাকে উপভোগ করে বাঁচার কথা এই কবিতাটি দ্বারা বুঝিয়েছেন।যেখানে পুরোটা জীবন হবে সজীবতায় পূর্ণ।

Explanation:

plz mark me brainliest..

Answered by msanchitaadhikari
2

Answer:

কবি সুনীল গঙ্গোপাধ্যায় এই উক্তির মধ্যে দিয়ে এটা বোঝাতে চেয়েছেন যে সমস্যা প্রতি দিন আসে আর প্রত্যেকের জীবনেই আসে আর আমরা সেই সমস্যা গুলোতে আটকে থাকি, যেন সময় থমকে গেছে। কবি এটা বোঝাতে চেয়েছেন যে আমরা প্রতি দিন যে নতুন জীবন পাই সেটাকে উপভোগ করা উচিত ঈশ্বর কে ধন্যবাদ জানানো উচিত। বর্তমানে থেকে জীবনের প্রতিটি মুহূর্ত কে উপভোগ করা উচিত। এটাই প্ৰকৃত অর্থে বেচেঁ থাকা ।

Similar questions