বৃষ্টি কিভাবে হয় গাছের জন্য????????
Answers
Answered by
7
Answer:
চিত্র: গাছের খাদ্য তৈরীর প্রক্রিয়া।
গাছ সূর্য ের সাহায্যে বাতাসের কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে, মাটি থেকে গ্রহণ করা জলের সাহায্যে খাদ্য তৈরী করে।
এখন গাছ মাটি থেকে যে পরিমাণ জল গ্রহণ করেছে তার পুরোটাই তো আর খাদ্য তৈরীর কাজে প্রয়োজন হয় না, তখন সেই অপ্রয়োজনীয় জল গুলি তারা পাতার সাহায্যে জলীয় বাষ্প রূপে বাতাসে ছেড়ে দেয়।
আর আমরা জানি যে মেঘ জলীয় বাষ্প দিয়েই গঠিত। তাই বনভূমি অঞ্চলে কোনদিন গেলে লক্ষ্য করলে দেখতে পারবেন গরমটা একটু বেশি, আর শরীরও ঘামে বেশি, কেননা বেশি গাছ যেখানে সেখানকার বাতাসের আদ্রতাও বেশি থাকে।
এভাবেই গাছ বৃষ্টি তৈরীতে সহায়তা করে।
Attachments:
Similar questions