India Languages, asked by shritiwadi56731, 2 days ago

কবিতা থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করোনিম্নলিখিত কাব্যগ্রন্থগুলির মধ্যে কোন্‌টি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা ?

i. সোনার তরী
ii. সঞ্চিতা
iii. যেতে পারি কিন্তু কেন যাব
iv. জলই পাষাণ হয়ে আছে

Answers

Answered by msuranjana842
1

Answer:

iii. যেতে পারি কিন্তু কেন যাবো

Answered by Anonymous
1

"যেতে পারি কিন্তু কেন যাব" নামক কাব্যগ্রন্থটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা

  • বাংলার বুকে যে সকল বরেণ্য কবি জন্মগ্রহণ করে বাংলা কাব্যসাহিত্যকে সমৃদ্ধ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি শক্তি চট্টোপাধ্যায়।
  • তাঁর কলমের সুলেখনীর গুণে বেরিয়েছে বহু কবিতা তথা কাব্যগ্রন্থ।
  • তাঁর রচিত বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ হল "যেতে পারি কিন্তু কেন যাব"। প্রসঙ্গত উল্লেখ্য যে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮২ সালে এবং এই কাব্যগ্রন্থের জন্য কবি সাহিত্য আকাদেমী পুরস্কারও পেয়েছিলেন পরবর্তীকালে (১৯৮৩ সালে)।
Similar questions