India Languages, asked by selenamarquez7706, 2 days ago

কবিতা থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো
‘সেদিকে পথ আছেই' – কোন্ পথের কথা বলা হয়েছে ? -
i. বনভূমি পেরিয়ে দূরের মেঠো পথ
ii. শহরের ক্লান্তি থেকে মুক্তি দেয় যে প্রকৃতি অভিমুখী পথ
iii. জনমানবহীন স্টেশনের দিকে যে পথ গেছে
iv. পাহাড়ী গ্রামের

Answers

Answered by pritivns95
0

Answer:

2 is the correct option.

Explanation:

PLEASE MARK Me As BRAINLIEST

Answered by Anonymous
0

এখানে শহরের ক্লান্তি থেকে মুক্তি দেয় যে প্রকৃতি অভিমুখী পথ, সেই পথের কথা বলা হয়েছে

  • উদ্ধৃত প্রশ্নটি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত তিন পাহাড়ের কোলে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
  • এই কবিতায় কবি তিনপাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের আখ্যান করেছেন।
  • প্রকৃতির এই স্নিগ্ধ পরিবেশে এসে এই শহরের বন্দীদশার ক্লান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে কবে মনে করেছেন। তাই তিনি সকলের কাছে আহ্বান করেছেন প্রকৃতির সৌন্দর্যবিশিষ্ট এই পথে যেন সবাই নিজেকে হারিয়ে ফেলে তথা সবাই নিজের শহুরে বন্দীদশা থেকে যেন মুক্তি পায়, প্রকৃতির অভিমুখে এগিয়ে চলে।
  • তাই এখানে পথ বলতে কবি প্রতীকী অর্থে শহরের বন্দিজীবন থেকে বেরিয়ে প্রকৃতির আঙিনায় চলে এসে মুক্ত জীবন যাপনের পথের কথাই বলেছেন।
Similar questions