প্রথম প্লেব্যাক পদ্ধতি বাংলা সিনেমা নাম কি
Answers
Answered by
0
প্রথম প্লেব্যাকে পদধতি বাংলা সিনেমা- চন্ডী দাস।
Explanation:
- ১৯৩২ সালে প্রথম বাংলা সিনেমা ‘চন্ডীদাস’ এ প্লেব্যাকে ব্যবহার করা হয়। এই ছবির পরিচালক ছিলেন দেবকী কুমার বসু।
- এই ছবিটি তে ভারতে প্লেব্যাকে পদ্ধতি শুরু হয়। শ্রী রায়চান্দ বরাল এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন।
- ছবিটি বাংলা থেকে হিন্দি রুপান্তরিত হয় ১৯৩৪ এ।
- সিনেমা টি বিক্ষ্যাত কবি ও গায়ক -চন্ডীদাসের ওপর আধারিত। চন্ডী দাস ব্রাম্হন হয়ে একটি নীচ জাতীর মেয়ের সঙ্গে প্রেম এ পরে যান। মেয়েটি পেশায় ধপানি। তার নাম ছিল রামি। এদের প্রেম লীলার ওপর ছবির গল্পের আধার।
Similar questions