India Languages, asked by adhubala8900, 1 year ago

নিজের ভাষায় লেখাে : একটি লাল পিঁপড়ে ও একটি কালাে পিপড়ের মধ্যে একটি কাল্পনিক কথােপকথন রচনা করাে।

Answers

Answered by priyanshu4098
3
পিঁপড়া বা পিঁপড়ে বা পিপীলিকা হল ফর্মিসিডি (Formicidae) গোত্রের অন্তর্গত সামাজিক কীট বা পোকা। পিঁপড়া এদের ঘনিষ্ঠ প্রজাতি বোলতা ও মৌমাছির মত একই বর্গ হাইমেনপ্টেরার (Hymenoptera) অন্তর্গত। এরা মধ্য-ক্রেটাশাস পর্যায়ে ১১ থেকে ১৩ কোটি বছর পূর্বে বোলতা জাতীয় প্রাণী হতে বিবর্তিত হয় এবং সপুষ্পক উদ্ভিদের উদ্ভবের পর বহুমুখী বিকাশ লাভ করে। এখন পর্যন্ত জানা প্রায় ২২,০০০ পিঁপড়া প্রজাতির মধ্যে ১২,৫০০ টির শ্রেণিবিন্যাস করা হয়েছে।[২][৩] কনুই-সদৃশ শুঙ্গ এবং গ্রন্থির মত যে কাঠামো দিয়ে তার সরু কোমড় গঠিত হয় তার মাধ্যমে পিঁপড়াকে সহজেই শনাক্ত করা যায়।
Answered by sanskritisingh1702
0

বিভক্তি অংশ আলাদা করে দেখাও : ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা।

Similar questions