12. পুংকেশর চক্রের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র দাও।
Answers
Answer:
প্রজাপতির জীবনচক্রের ছবি
উদ্ভিদের বিভিন্ন অংশ
ছবি ও অংশগুলির নাম
বিভিন্ন অংশ
মূল
উদ্ভিদের মাটির নিচের যে অংশ তাকে মূল বলে।
কাজ
* গাছকে মাটির সাথে শক্ত ভাবে ধরে রাখে।
* মাটি থেকে খনিজ লবন মিশ্রিত রস শোষণ করে কান্ডের মাধ্যমে পাতায় পৌঁছায়।
* কিছু মূল ভবিষ্যতের জন্য কাদ্য মজুত রাখে ( মুলো,গাজর,বিট )।
* বট গাছের স্তম্ভমূল গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে।কেয়া গাছের ঠেস মূল ঠেকা দিয়ে গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে।পাথরকুচির পত্রজ মূল থেকে নতুন চারা গাছের জন্ম হয়।
কান্ড
গাছের যে অংশটি সরাসরি সোজা ওপরের দিকে উঠে আসে তা হল কান্ড।
কান্ডের কাজ
* গাছের কাঠামো তৈরি করা।
* মাটি থেকে খনিজ লবন মিশ্রিত রস শোষণ করে কান্ডের মাধ্যমে পাতায় পৌঁছায়।
* সুর্যের উপস্থিতিতে পাতায় যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় তা কান্ডের মাধ্যমেই গাছের সারা শরীরে পৌঁছায়।
* কিছু কান্ড ভবিষ্যতের জন্য খাদ্য মজুত রাখে ( আলু,আদা,ওল )।
পাতা
কান্ডের পর্ব থেকে যে চ্যাপ্টা,সবুজ রং এর অংশ থাকে তাকে পাতা বলে।
পাতার কাজ
* খাদ্য তৈরি করা
* পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করা এবং পত্ররন্ধ্রের মাধ্যমে শ্বাসকার্য চালানো।
* বাস্পমোচনে সাহায্য করা।
ফুল
পরিনত উদ্ভিদের অগ্র ও কাক্ষিক মুকুল থেকে ফুলের মুকুল তৈরি হয়।ফুলের মুকুল থেকে তৈরি হয় ফুল।
* ফুল দুই রকম -
* সম্পূর্ণ ফুল
* অসম্পূর্ণ ফুল
* সম্পূর্ণ ফুলের চারটি অংশ -
* বৃতি
* দলমন্ডল
* পুংকেশর চক্র
*গর্ভকেশর চক্র
অসম্পূর্ণ ফুলে যে কোনো একটি অংশ থাকে না
বৃতির কাজ
ঝড়, বৃষ্টি, তাপ প্রভৃতি থেকে ফুলের কুঁড়িকে রক্ষা করে। সবুজ রঙের বৃতি পাতার মত খাদ্য তৈরি করতে পারে এবং রঙিন বৃতি পরাগায়নে সাহায্য করে।
দলমন্ডলের কাজ
* ফুলের অন্য অংশকে রক্ষা করা
* কীট-পতঙ্গ আকৃষ্ট করা
পুংকেশর চক্রের কাজ
পরাগরেনু তৈরি করা
গর্ভকেশর চক্রের কাজ
* ডিম্বানু সৃষ্টি করা
* ফল ও বীজ সৃষ্টি করা