Computer Science, asked by stupefyjinx5269, 11 months ago

amar priyo desh essay in bengali

Answers

Answered by Anonymous
3

আমার প্রিয় দেশ :

_____________

• ভূমিকা : আমার মাতৃভূমি হলো ভারতবর্ষে এবং এই দেশেই আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি। তাই আমার ভারত হলো আমার প্রিয় দেশ।

• আমার প্রিয় দেশের বিবরণ :

- ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ।

- ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ।

- ভারতবর্ষের একটি ধর্মনিরপেক্ষ দেশ।

- ভারতে বিভিন্ন ভাষা ,জাতি , বর্ণ এবং ধর্মের মানুষ একসাথে বসবাস করে।

- বর্তমানে ভারত ক্রীড়া ক্ষেত্রে, মহাকাশ বিজ্ঞানে, রাজনীতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণভাবে উন্নতি সাধন করছে।

• দেশের বর্তমান ও ভবিষ্যৎ : বর্তমানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন সমস্যায় জর্জরিত হলেও আমাদের দেশ যে হারে উন্নতিসাধন করছে তাতে একদিন ভারত সহজেই বিশ্বের দরবারে একটি শ্রেষ্ঠ আসন অধিকার করবে।তবে আমাদের দেশের একটি সুনিশ্চিত সোনালি ভবিষ্যৎ নির্মাণের জন্য আমাদের দেশের জনগণের এবং দেশের সরকারের অবদানও একান্তরূপে প্রয়োজনীয় তা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে।

• উপসংহার : আমাদের মাতৃভূমির কাছে আমরা সবাই ঋণী, তাই আমাদের সকলেরই উচিত আমাদের নিজেদের দেশকে আমাদের প্রিয় দেশ হিসেবে আপন করে নিয়ে নিজেদের মাতৃভূমিকে ভালোবেসে যাওয়া।

Similar questions