essay in bengali of banglar pakhi
Answers
Answer:
plz ask it doubts on it subject
বাংলার পাখি :
___________
• ভূমিকা : পশ্চিমবঙ্গের পরিবেশে বিভিন্ন রকমের পাখি পরিলক্ষিত হয় এবং বাংলার পাখির এই বিবিধতাকে লিখিত ভাষায় রূপান্তরিত করার জন্য এই প্রবন্ধ রচনা করা হলো।
• বিবরণ : যেহেতু বাংলার বিস্তীর্ণ অঞ্চলে এখনো প্রাকৃতিক পরিবেশের অক্ষুন্নতা বজায় আছে তাই বাংলার পরিবেশে বিভিন্ন রকমের পাখির পরিলক্ষিত হয়ে থাকে। বাংলার পাখির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বহুলসংখ্যক পাখি হলো ; কাক, চড়াই, ময়না, শালিক, কোকিল, টিয়া, কাকাতুয়া, ময়ূর, মাছরাঙা, চিল, ঈগল ইত্যাদি। প্রসঙ্গত উল্লেখ্য বাংলার পাখি বিভিন্ন বাংলা সাহিত্যিক এবং কবির কলমে লেখনীতেও উল্লেখযোগ্য স্থান পেয়েছে।
• উপসংহার : উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারি বাংলার পরিবেশে বাংলার পাখির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমাদের সকলেরই উচিত এই সকল পাখিকে সংরক্ষণ করে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা।