Computer Science, asked by garnab6662, 1 year ago

essay in bengali of banglar pakhi

Answers

Answered by raosahab60
1

Answer:

plz ask it doubts on it subject

Answered by Anonymous
11

বাংলার পাখি :

___________

• ভূমিকা : পশ্চিমবঙ্গের পরিবেশে বিভিন্ন রকমের পাখি পরিলক্ষিত হয় এবং বাংলার পাখির এই বিবিধতাকে লিখিত ভাষায় রূপান্তরিত করার জন্য এই প্রবন্ধ রচনা করা হলো।

• বিবরণ : যেহেতু বাংলার বিস্তীর্ণ অঞ্চলে এখনো প্রাকৃতিক পরিবেশের অক্ষুন্নতা বজায় আছে তাই বাংলার পরিবেশে বিভিন্ন রকমের পাখির পরিলক্ষিত হয়ে থাকে। বাংলার পাখির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বহুলসংখ্যক পাখি হলো ; কাক, চড়াই, ময়না, শালিক, কোকিল, টিয়া, কাকাতুয়া, ময়ূর, মাছরাঙা, চিল, ঈগল ইত্যাদি। প্রসঙ্গত উল্লেখ্য বাংলার পাখি বিভিন্ন বাংলা সাহিত্যিক এবং কবির কলমে লেখনীতেও উল্লেখযোগ্য স্থান পেয়েছে।

• উপসংহার : উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারি বাংলার পরিবেশে বাংলার পাখির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমাদের সকলেরই উচিত এই সকল পাখিকে সংরক্ষণ করে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা।

Similar questions
Science, 6 months ago