India Languages, asked by sharifahmed2870, 6 months ago

bisorgo sondhir udahsran ki hobe ?​

Answers

Answered by Anonymous
11

‘সন্ধি’ (সম্‌ + ধি) শব্দের অর্থ হল মিলন। সাধারণত বাক্‌যন্ত্রের সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি। এই মনের ভাব প্রকাশ করার সময় আমরা কখনও ধীরে, কখনও বা দ্রুত উচ্চারণ করি। এই দ্রুত উচ্চারণ করার সময় কখনো কখনো পাশাপাশি অবস্থিত দুইটি পদ একে অন্যের সঙ্গে মিলিত হয়ে একটি নতুন পদে পরিণত হয়। দুইটি পদের এই ধ্বনিগত মিলনই ব্যাকরণে সন্ধি নামে পরিচিত।

সংজ্ঞাঃ দ্রুত উচ্চারণের ফলে সন্নিহিত দুটি পদের ধ্বনিগত মিলনকেই বলা হয় সন্ধি।

বাংলা শব্দ ভাণ্ডারে সংস্কৃত ও অ-সংস্কৃত (দেশি ও বিদেশী) উভয় শ্রেণির শব্দই আছে। সংস্কৃত সন্ধির ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের নিয়মই প্রযোজ্য। কিন্তু অ-সংস্কৃত অর্থাৎ দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে এই নিয়ম খাটে না। তাই সন্ধিকে প্রধানত দু’ভাগে ভাগ করা হয়। যথা-

সংস্কৃত সন্ধি

বাংলা সন্ধি

সংস্কৃত সন্ধি আবার তিন প্রকার। যথা-

স্বরসন্ধি

ব্যঞ্জনসন্ধি

বিসর্গসন্ধি

বাংলা সন্ধি আবার দুই প্রকার। যথা-

বাংলা স্বরসন্ধি

বাংলা ব্যঞ্জনসন্ধি

বাংলা স্বরসন্ধি

বাংলায় বিসর্গ সন্ধি নেই। কারণ বিসর্গযুক্ত তৎসম শব্দের বিসর্গ লোপ করে শব্দটিকে স্বরান্ত রাখাই বাংলা ভাষার রীতি।

এছাড়া নিপাতনে সিদ্ধ সন্ধি নামে একপ্রকার সন্ধি আছে।

Similar questions