(i) ইতিহাস অতীত অভিজ্ঞতার পুনরাভিনয় ছাড়া আর কিছুই নয়’ বলেছেন- (a) কলিংউড
| (b) বিউরি (c) ই এইচ কার (d) অ্যাক্টন।
Answers
Answered by
2
Answer:
Explanation:ইতিহাস অতীত অভিজ্ঞতার পুনরাভিনয় ছাড়া আর কিছুই নয়’ বলেছেন-
Answered by
2
•ইতিহাস অতীত অভিজ্ঞতার পুনরাভিনয় ছাড়া আর কিছুই নয়’ বলেছেন- (c) ই এইচ কার
•এডওয়ার্ড হ্যালেট "টেড" কার জন্মগ্রহণ করেছিলেন 28 জুন 1892 খ্রিস্টাব্দ এবং পরলোক গমন করেন 3 রা নভেম্বর 1982-খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন ইংরেজ ঐতিহাসিক, কূটনীতিক, সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক এবং ঐতিহাসিকতার অভ্যন্তরে অভিজ্ঞতাবাদের বিরোধী। তিনি 1917 সাল থেকে 1929 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের 14 খণ্ডের ইতিহাসের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।
Similar questions