India Languages, asked by pankajmirani69841, 10 months ago

leonardo da vinci bengali speech

Answers

Answered by vinodkumar68968
0

Answer:

Answer:Leonardo da Vinci was born in 1452, in the heart of the Renaissance in the heart of Europe. He was born outside Vinci, which lies high up on Mount Albano, in the valley of the Arno River, near the city of Florence. Florence was an independent republic and commercial center at the time of his birth. He was the son of Ser Pierro da Vinci, who was a legal specialist, and a peasant girl named Caterina. He was considered an “illegitimate” son because they were not married. Right away. His father married into a wealthy family and he went to live with his grandparents. Later he lived with his father’s family and they didn’t conceal his birth and welcomed his addition to the family

Answer:Leonardo da Vinci was born in 1452, in the heart of the Renaissance in the heart of Europe. He was born outside Vinci, which lies high up on Mount Albano, in the valley of the Arno River, near the city of Florence. Florence was an independent republic and commercial center at the time of his birth. He was the son of Ser Pierro da Vinci, who was a legal specialist, and a peasant girl named Caterina. He was considered an “illegitimate” son because they were not married. Right away. His father married into a wealthy family and he went to live with his grandparents. Later he lived with his father’s family and they didn’t conceal his birth and welcomed his addition to the family

Answered by Anonymous
0

লিওনার্দো দা ভিঞ্চি :

_________________

- উপস্থিত ভাই ও বোনেরা আজ আমরা এখানে এই বক্তৃতা সভায় সমবেত হয়েছি এক অবিস্মরণীয় ব্যাক্তিত্ব, লিওনার্দো দা ভিঞ্চি-কে স্মরণ করার জন্য। তাই সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এই বক্তৃতা।

- লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন পঞ্চদশ শতকের ইতালির এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব যার অবদান শিল্প ক্ষেত্রে এবং বিজ্ঞান ক্ষেত্রে আজও অনস্বীকার্য।

- লিওনার্দো দা ভিঞ্চির আঁকা 'মোনালিসা' এবং 'দ্য লাস্ট সাপার' আজও শিল্পক্ষেত্রে দারুণ নিদর্শন।

- এছাড়াও লিওনার্দো দা ভিঞ্চি ব্যক্তিগত ডায়েরি থেকে আমরা তার বিভিন্ন গাণিতিক কার্যাবলী,হেলিকপ্টার,অর্নিথপ্টারের মতোন অত্যাধুনিক যন্ত্রের নকশা,এনাটমিকাল বায়োলজির নিখুঁত চিত্র ইত্যাদির নমুনা পেয়ে থাকি।

- এইসব থেকে বোঝাই যায় যে তিনি পঞ্চদশ শতকে জন্মগ্রহণ করলেও তার বুদ্ধিদীপ্ততা কোন একবিংশ শতকের বিজ্ঞানীকেও হার মানাবে।

- যদিও সময়ের থেকে আধুনিক হওয়ার জন্য লিওনার্দো দা ভিঞ্চিকে নানাবিধ সমালোচনার মুখোমুখি হতে হয়েছিলো তৎকালীন কুসংস্কারগ্রস্ত সমাজের জন্য।

- তবে,আজ এবং আগামী প্রত্যেকটি প্রজন্ম তাঁকে চিনবে এক অবিস্মরণীয় মহামানব হিসেবে।

- এই বলে আজ আমি আমার বক্তৃতা এখানেই শেষ করলাম।

Similar questions