শব্দটি logic কোন ভাষা থেকে এসেছে
Answers
jugantor
x
প্রচ্ছদ
আজকের পত্রিকা
টিউটোরিয়াল
এইচএসসি পরীক্ষার্থীদের যুক্তিবিদ্যা প্রথমপত্র
আবদুল কুদ্দুস
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
3
Shares
facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonpinterest sharing buttonlinkedin sharing button
প্রভাষক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা
১ম অধ্যায় : যুক্তিবিদ্যা পরিচিতি
উদ্দীপক :
দৃশ্যকল্প : ১ প্রকৃত জ্ঞান অর্জনের আবশ্যিক পদ্ধতি প্রদানকারী প্রারম্ভিক বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা।
দৃশ্যকল্প : ২ সঠিক যুক্তি থেকে ভ্রান্ত যুক্তির পার্থক্যকারী নিয়মসমূহের আলোচনা হচ্ছে যুক্তিবিদ্যা।
ক. যুক্তিবিদ্যা কিসের আকার নিয়ে আলোচনা করে?
খ. logic শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প : ১ এ যুক্তিবিদ্যার কোন দিকটির ইঙ্গিত এসেছে? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প : ১ এর চেয়ে ২ এর বক্তব্যে যুক্তিবিদ্যার স্বরূপ বেশি স্পষ্টতর হয়েছে- মূল্যায়ন কর।
উত্তর : ক. যুক্তিবিদ্যা যুক্তি বা চিন্তার আকার নিয়ে আলোচনা করে।
উত্তর: খ. যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ ‘logic’ শব্দটি গ্রিক logos শব্দ থেকে এসেছে। logos শব্দের অর্থ হচ্ছে চিন্তা, ভাষা, শব্দ বা উক্তি। প্রাচীন গ্রিসে logos শব্দটি ব্যবহৃত হতো mythos (কল্প-কাহিনী) শব্দের বিপরীতে। mythos দ্বারা বোঝানো হতো অনুভূতি বা আবেগ সংক্রান্ত বিষয়কে, অন্যদিকে logos দ্বারা যৌক্তিক চিন্তা সংক্রান্ত বিষয়সমূহকে নির্দেশ করা হতো। অর্থাৎ উৎপত্তির সময় থেকেই এ শব্দের উদ্দেশ্য ছিল যৌক্তিক চিন্তা। চিন্তার বাস্তবরূপই হল ভাষা, এজন্য শব্দটি দ্বারা ভাষাকেও বোঝানো হতো। তাই ব্যুৎপত্তিগত দিক থেকে বলা যায় ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানই হচ্ছে যুক্তিবিদ্যা।