India Languages, asked by mukherjeerumpa75, 3 months ago

(ক) বাড়িতে বসে অনলাইন (online) ক্লাসের অভিজ্ঞতা জানিয়ে তােমার কাকাকে একটি চিঠি লেখাে।
quickly send me and i will give you as brilient ​

Answers

Answered by PD626471
5

\pmb{Answer}

কখনো ফেসবুক লাইভ কিংবা জুম ব্যবহার করে শিক্ষকরা তাদের ক্লাস নিচ্ছেন। ক্লাসে অংশ নিতে মায়ের মোবাইল ব্যবহার করে ফাইজা।তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ফেরদৌসি রেজা চৌধুরী জানান, বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত অনলাইনে প্রতিদিন এভাবেই ক্লাস করতে হচ্ছে তার মেয়েকে।ঢাকায় সরকারি বেসরকারি বিশেষ করে সুপরিচিত স্কুলগুলোতে গত এক মাস ধরেই এমন চর্চা চলছে।

Tнαиκѕ♡

Similar questions