India Languages, asked by sarkarbalaram69, 29 days ago

ORS তৈরিতে কী কী উপাদান প্রয়ােজন?
২. কী কী কারণে ভূমিক্ষয় হয়?
মানবদেহের তিনটি বড়াে হাড়ের নাম লেখাে ও সেগুলি কোথায় পাওয়া যায় তা লেখাে।
৪. মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখাে।
তােমার জানা তিনটি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও।​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
27

1. ORS - এর মূল উপাদান ডেক্সট্রোজ (শুষ্ক), এছাড়া সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হয় পরিমাপ মত।

2. ভূমিক্ষয় বিভিন্ন প্রাকৃতিক কারনে হয়।

যেমন বৃষ্টি, বাতাস, ঝড়, খরা, বন্যা, অপ্রাকৃতিক কারণে বৃক্ষছেদন ও জুম চাষ। এই সব কারণে মাটির ক্ষয় ঘটে। তবে, বর্তমানে ভারতে ভূমিক্ষয়ের সবচেয়ে বড় অপ্রাকৃতিক কারণ হলো বৃক্ষছেদন।

3. তিনটি বড় হার হলো-

১.ফিমার (মানবদেহের সবচেয়ে বড় হাড়। ঊর্ধ্ব পায়ে অবস্থিত)

২.টিবিয়া (২য় বৃহত্তম হাড়। এটি নিম্ন পা এর অস্থি। অবস্থান ফিমারের নিচে।)

৩.ফিবুলা (৩য় বৃহত্তম হাড়। এটিও নিম্ন পা এর অস্থি। হিউমেরাসের নিচে টিবিয়ার পাশেই এর অবস্থান।)

4. জমির উপকারী উপাদান জৈব সার বিশেষ করে গোবর, প্রাণির মৃতদেহ। যা মাটিকে উর্বর করে।

আর অপকারী উপাদান অপাচ্য দ্রব্য যা মাটিতে মিশে যায় না।

5. তিনটি অমেরুদণ্ডী প্রাণী - কেঁচো, প্রজাপতি, ব্যাঙ

Similar questions