World Languages, asked by tannishad, 3 months ago

কর্তৃকারক ও কর্ম কারক কাকে বলে? উদাহরণ
দিয়ে বুঝিয়ে দাও


please answer fast I'll mark it as a brainliest answer​

Answers

Answered by srijani1324
1

Answer:

কর্তৃ কারক:- বাক্য স্তিত যে সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্তৃ কারক বলে।

যেমন:- মেয়েরা ফুল তোলে।

..................................................................................

কর্ম কারক:- যে শব্দ বা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে।

যেমন:- বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।।

Explanation:

আশা করবো তুমি এটা বুঝতে পেরেছ।।

ভালো লাগলে প্লিজ ফলো করবে।।

এবং থ্যাঙ্কস আর ব্রাইনলিস্ট করে দিও প্লিজ।।

আর কোনো প্রশ্ন থাকলে অব্বসই মেসেজ করবে।।

Similar questions