India Languages, asked by amitdutta76akash, 8 months ago

১, ফরাসি বিপ্লব কীভাবে
সামন্ততন্ত্রের বিলােপ কাটিয়েছিল?
Please help me​

Answers

Answered by sk181231
1

Answer:

\huge\underline\mathfrak\red{ANSWER}

উত্তর: ফ্রান্সে ১৭৯৩ খ্রিস্টাব্দের জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত প্রায় ১৩ মাস জেকোবিনরা যে ধরনের শাসন বজায় রেখেছিল তা ফ্রান্স তথা বিশ্ব ইতিহাসে সন্ত্রাসের শাসন বা সন্ত্রাসের রাজত্ব নামে খ্যাত।

জ্যাকোবিন দলের নেতৃত্বে সন্ত্রাসের শাসন ক্রমে ভয়াবহ হয়ে ওঠে। প্রায় ৫০হাজার মানুষ সন্ত্রাসের বলি হয় এবং বহু মানুষ চিরদিনের মত নিখোঁজ হয়। সন্দেহের আইন দ্বারা প্রায় ৩ লক্ষ মানুষ গ্রেপ্তার হন। এইরূপ প্রতিক্রিয়ার ফলে জ্যাকোবিন দলের আতঙ্কিত সদস্যরা ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই রোবসপীয়র ও তার অনুগামীদের বন্দি করে ও ২৮জুলাই রোবসপিয়ার কে গিলেটিনে হত্যা করা হয় এবং সন্ত্রাসের শাসনের অবসান ঘটে।

লেফেভর, মাতিয়ে প্রমূখ ঐতিহাসিকরা মনে করেন অর্থনৈতিক সংস্কারের জন্য সন্ত্রাসের শাসন প্রয়োজন ছিল। এরা মনে করেন সন্ত্রাসের শাসনের জন্য ফ্রান্সে কালোবাজারি দমন, ন্যায্য হারে কর আদায় সম্ভব হয়। ঐতিহাসিক টেলর বলেছেন "সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল"।

ঐতিহাসিক তেইন মনে করেন সন্ত্রাসের রাজত্ব ছিল মূলত ক্ষমতালোভী, সুবিধাভোগী একশ্রেণীর মানুষের ক্রিয়াকলাপ। তার মতে সন্ত্রাসের শাসনে নিরাপত্তা বলে কিছু ছিল না। কারণ কেবল সন্দেহের বশে বিনাবিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। লুই ব্লাঙ্ক এর মতে "সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেনি, সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয়"।

সুতরাং, ১৭৯৩ খ্রিস্টাব্দের জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত সময় কালের ঘটনা বিশ্লেষণ করলে যেমন এই সময়কে "সন্ত্রাসের রাজত্ব" বলা যায়। আবার বিভিন্ন ঐতিহাসিকগণও ইতিবাচক দিক থেকে হোক বা নেতিবাচক দিক থেকে হোক এই সময় কালকে "সন্ত্রাসের রাজত্ব" হিসেবেই আখ্যা দিয়েছেন। তাই "সন্ত্রাসের রাজত্ব" নামকরণটি এক্ষেত্রে যথোপযুক্ত হয়েছে বলে আমি মনে করি।

Similar questions