কুয়োমিনটাং দলের প্রতিষ্ঠাতা কে
Answers
Answered by
0
কুয়োমিনটাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়াৎ-সেন এবং সং জিয়াওরেন।
আরও কিছু তথ্য :
• কুয়োমিনটাং (Kuomintang) চিনের একটি রাজনৈতিক দল। এর প্রতিষ্ঠা করেন সান ইয়াৎ-সেন (Sun Yat-sen) এবং সং জিয়াওরেন (Song Jiaoren), ১৯১৯ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর তারিখে।
• এই দলটি ১৯২৮ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রজাতান্ত্রিক চিনের একমাত্র শাসক দল ছিল। ২০১৮ সালের হিসাবে এই দলের সদস্য সংখ্যা ১০,৯০,০০০ ছিল।
• তাইওয়ান প্রদেশের ষাটোর্ধ লিন রং-টে (Lin Rong-te) বর্তমানে এই দলের চেয়ারম্যান। তিনি পূর্বে এই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০২০ সালের ১৫ই জানুয়ারি তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
আরও প্রশ্ন :
The British museum in London was founded in - https://brainly.in/question/8644350
Similar questions
Sociology,
5 months ago
India Languages,
11 months ago